অর্থ অ্যাপ
Otho logo
অর্থো অ্যাপ
অর্থ অ্যাপ

FAQ

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

Q. Ortho অ্যাপ কী?

Ortho একটি অর্থ ব্যবস্থাপনা ও সঞ্চয় ট্র্যাকিং অ্যাপ, যা দিয়ে আপনি সহজে আয়, ব্যয়, সঞ্চয় ও ঋণের হিসাব রাখতে পারবেন।

Q. Ortho অ্যাপে কী কী ফিচার পাবেন?

Ortho অ্যাপে আপনি পাবেন:

  • আয় ও ব্যয় ব্যবস্থাপনা
  • সঞ্চয় লক্ষ্য সেট করে ট্র্যাকিং
  • ঋণ হিসাব ও ট্র্যাকিং
  • ফাইন্যান্সিয়াল রিপোর্ট ও অ্যানালাইসিস
  • দৈনিক রিমাইন্ডার ও নোটিফিকেশন সুবিধা
  • সহজ রেকর্ড রাখার সুবিধা
Q. Ortho অ্যাপে কী কী সাবস্ক্রিপশন প্যাকেজ আছে?

আপনার প্রয়োজন অনুযায়ী সাবস্ক্রিপশন প্যাকেজ:

  • দৈনিক প্যাকেজ: ৩ টাকায় ২৪ ঘণ্টা এক্সেস
  • সাপ্তাহিক প্যাকেজ: ১৫ টাকায় ৭ দিনের এক্সেস
  • মাসিক প্যাকেজ: ৪০ টাকায় ৩০ দিনের এক্সেস
Q. কীভাবে Ortho অ্যাপে সাবস্ক্রিপশন করবো?

সাবস্ক্রিপশন নিতে:

- Ortho অ্যাপ ওপেন করুন।
- Menu তে যান
- “প্যাকেজে গুলো” বাটন এ ক্লিক করুন।
- পছন্দের প্যাকেজ নির্বাচন করুন।
- আপনার Robi/Airtel নম্বরটি দিন।
- OTP রিকোয়েস্ট করুন।
- OTP সাবমিট করুন।
- Robi/Airtel ব্যালান্স থেকে চার্জ কেটে সাবস্ক্রিপশন চালু হবে।
- সাবস্ক্রিপশন চালু হলে SMS এ নোটিফিকেশন পাবেন।
Q. কীভাবে Ortho অ্যাপে Unsubscribe করবো?

সাবস্ক্রিপশন বাতিল করতে:


- App এর “প্রোফাইল” এ যান।
- “প্যাকেজ গুলো” অপশন সিলেক্ট করুন।
- “Cancel Subscription” বাটনে ক্লিক করুন।
- কনফার্ম করলে সাবস্ক্রিপশন বাতিল হবে।
Q. Robi/Airtel সাবস্ক্রিপশনের টাকা কোথা থেকে কাটা হবে?

আপনার Robi/Airtel নম্বরের মূল ব্যালান্স থেকে চার্জ কেটে নেওয়া হবে।

Q. সাবস্ক্রিপশন চালু হলে কীভাবে বুঝবো?

সাবস্ক্রিপশন চালু হলে:
✔️ SMS কনফার্মেশন পাবেন।
✔️ প্রিমিয়াম ফিচার ব্যবহার শুরু করতে পারবেন।

Q. সাবস্ক্রিপশন মেয়াদ শেষে কী হবে?

পর্যাপ্ত ব্যালান্স থাকলে সাবস্ক্রিপশন অটো রিনিউ হবে। বন্ধ রাখতে চাইলে আগে Unsubscribe করতে হবে।

Q. সাবস্ক্রিপশন বা পেমেন্ট নিয়ে সমস্যা হলে কী করবো?

ব্যালান্স এবং ইন্টারনেট কানেকশন চেক করুন।
সমস্যার ক্ষেত্রে Ortho হেল্প ডেস্কে যোগাযোগ করুন:
📞 গ্রাহক সেবা: +8809638009003
📱 ফেসবুক পেজ ইনবক্স: facebook.com/OrthoAppOfficial